ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে ভুল চিকিৎসায় বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ মে ২০১৯

গোপালগঞ্জে ভুল চিকিৎসায় বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে ভুল চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নী’র জীবন সংকটাপন্ন হওয়ার ঘটনায় মানব-বন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার দুপুর দেড়’টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে তারা ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে। মানব-বন্ধন চলাকালে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সের চাকুরিচ্যুতি ও মুন্নীর যাবতীয় চিকিৎসা-ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষের বহনসহ ৪ দফা দাবীতে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, শেখ তারেক ও মাহফুজুর রহমান সহ অনেকে। বক্তারা আরও ঘোষণা দেয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সুষ্ঠু বিচার না হলে তারা কঠোর আন্দোলনে যাবে; প্রয়োজনে তারা রাস্তায় নামবে। উল্লেখ্য, গত সোমবার রাতে মরিয়ম সুলতানা মুন্নী পিত্তথলীতে পাথরজনিত সমস্যা নিয়ে গোপালগঞ্জ আড়াই’শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরদিন সকালে তাকে ভুল ইনজেকশন পুশ করায় সে জ্ঞান হারায়। ক্রমেই তার অবস্থা খারাপের দিকে গেলে এ নিয়ে হাসপাতালে হৈ-চৈ হয়। পরে হাসপাতালে বোর্ড বসে সিদ্ধান্ত নিয়ে বিকেলেই মুন্নীকে খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় বুধবার বিকেলে তাকে সেখান থেকে এয়ার-এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। জানা গেছে সে সেখানে আইসিইউ’র ৪নং বেডে চিকিৎসাধীন রয়েছে; কিন্তু অবস্থা আশংকাজনক।
×