ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অংশগ্রহণের বিষয়টি সহজভাবে নিতে পারেননি

বগুড়া নির্বাচন নিয়ে তারেকের ওপর বিরক্ত খালেদা

প্রকাশিত: ০৯:৪৬, ২৪ মে ২০১৯

 বগুড়া নির্বাচন নিয়ে তারেকের ওপর বিরক্ত খালেদা

শরীফুল ইসলাম ॥ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ কেন্দ্র করে তারেক রহমানের ওপর বিরক্ত দলের চেয়ারপার্সন কারাবন্দী খালেদা জিয়া। কেন তার অনুমতি ছাড়া এ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হলো এবং কেন অন্য ৪ জনের সঙ্গে খালেদা জিয়াকেও এ উপ-নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন দেয়া হলো এ বিষয়টি তিনি সহজভাবে নিতে পারেননি। তারেক রহমানের ওপর খালেদা জিয়ারও ক্ষুব্ধ হওয়ার বিষয়টি নিয়ে বিএনপির সিনিয়র নেতারাও বিব্রত হয়েছেন। তবে কৌশলগত কারণে তারা মুখ খুলছেন না। সূত্র মতে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশেই দল এ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচন দাবি করে। সেই সঙ্গে এ সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ না নেয়ারও সিদ্ধান্ত নেয় বিএনপি। বিএনপির সঙ্গে তাদের নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্টও একই অবস্থান নেয়। নতুন নির্বাচনের দাবিতে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট বিভিন্ন আন্দোলন কর্মসূচীও পালন করে। এ ছাড়া খালেদা জিয়ার নির্দেশেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও তাদের জোট। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় ২ শতাধিক তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কারও করে বিএনপি। কিন্তু এমন পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাদের সঙ্গে স্কাইপি বৈঠক করে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ৫ জনকে প্রাথমিক মনোনয়ন দেয়ার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেননি খালেদা জিয়া। জানা যায়, তারেক রহমানের নির্দেশে বুধবার গুলশান কার্যালয় থেকে খালেদা জিয়াসহ ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহের পর কারা কর্তৃপক্ষের মাধ্যমে খালেদা জিয়ার কাছে মনোনয়ন ফরম পাঠানো হয় স্বাক্ষরের জন্য। কিন্তু তিনি মনোনয়ন ফরমে স্বাক্ষরতো করেনইনি বরং কে এ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত দিয়েছে এমন মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন। পরে রাতে বিভিন্ন মাধ্যমে তিনি বিএনপি নেতাদের কাছে বার্তা পাঠান এ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। যেখানে জাতীয় সংসদ নির্বাচনের পর কোন নির্বাচনে অংশ নেয়নি এমনকি বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়ে সংসদে যায়নি সেখানে সে আসনের উপ-নির্বাচনে বিএনপি যায় কি করে। রাতেই খালেদা জিয়ার এ বার্তা তারেক রহমানের কাছে পাঠানো হয়। তবে তারেক রহমান প্রাথমিকভাবে মনোনীত ৫ জনের মধ্যে খালেদা জিয়া ছাড়া বাকি ৪ জনকে মনোনয়নপত্র জমা দেয়ার নির্দেশ দেন। তার নির্দেশ মেনে বৃহস্পতিবার ওই ৪ জন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। এ ৪ জনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে যাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে তিনিই ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বলে বিএনপি কার্যালয় থেকে জানানো হয়। এদিকে তারেক রহমানের নির্দেশে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ায় শুধু যে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্ষুব্ধ হয়েছেন তাই নয়, দলের অধিকাংশ সিনিয়র নেতাই ক্ষুব্ধ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কৌশলগত কারণে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ মুখ খোলেননি। যে কোন সময় সিনিয়র নেতাদের মধ্যে কেউ কেউ এ বিষয়ে মুখ খুলতে পারেন বলে বিএনপি নেতাকর্মীরা আশঙ্কা করছেন। কোন কারণে প্রকাশ্যে না হলেও দলের পরবর্তী নীতিনির্ধারণী ফেরামের বৈঠকে এ নিয়ে চরম অসন্তোষ দেখা দিতে পারে বলে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন। সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে দলের কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়া ও লন্ডন প্রবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মতবিরোধ সৃষ্টি হয়। এ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আগে থেকেই তারেক রহমান ইতিবাচক মনোভাব পোষণ করলেও খালেদা জিয়া বরাবরই ছিলেন নেতিবাচক অবস্থানে। তাই তফসিল ঘোষণার আগেই ২০ দলীয় জোটের সঙ্গে স্কাইপি বৈঠকে তারেক রহমান এ নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেও পরে খবর পেয়ে খালেদা জিয়া এর বিরোধিতা করন। জানা যায়, বিএনপি দলীয় ৫ এমপি শপথ নিয়ে সংসদে গিয়েছেন তারেক রহমানের একক সিদ্ধান্তে। তারা সংসদে যোগদানের পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও দলের জন্য সংরক্ষিত ১টি নারী আসনের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ইতোমধ্যেই বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়। তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় রুমিন ফারহানাই বিএনপি দলীয় সংরক্ষিত মহিলা এমপি হচ্ছেন। আর বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আপাতত দলীয় ৪ নেতার মনোনয়নপত্র জমা হলেও তারেক রহমানের পছন্দ বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ। কোন কারণে তার মনোনয়নপত্র বাতিল হলে অন্য ৩ জনের মধ্য থেকে যে কোন একজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে বলে জানা গেছে। সংসদে না যাওয়ার পূর্বনির্ধারিত সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় ৫ এমপিকে সংসদে যাওয়ার নির্দেশ দেয়ার পর থেকেই ছেলে তারেক রহমানের ওপর ক্ষুব্ধ ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে দলের অন্য সিনিয়র নেতারাও ক্ষুব্ধ হন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ক’জন সিনিয়র নেতা প্রকাশ্যেই এই ক্ষোভের কথা জানান। ২০ দলীয় জোট নেতারাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বিজেপি এককভাবে তারেক রহমানের এ সিদ্ধান্তের প্রতিবাদে জোট ত্যাগ করেন। এ পরিস্থিতিতে প্রথমে বিএনপি ও পরে ২০ দলীয় জোটের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে স্কাইপিতে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি কোন প্রেক্ষাপটে বিএনপি পূর্বনির্ধারিত সিদ্ধান্ত পরিবর্তন করে দলীয় এমপিদের সংসদে যাওয়ার সিদ্ধান্ত দেন তা জানান। এর পর তিনি বিএনপির জন্য সংরক্ষিত ১টি নারী আসন নেয়া ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার কথা জানান। তবে তারেক রহমান এ সিদ্ধান্তের কথা কারাবন্দী খালেদা জিয়াকে অবহিত করেননি। তবে পরে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত সম্পর্কে জানার পর বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্ষুব্ধ হন। তিনি তার নিজস্ব সূত্রের কাছে জানতে চান কে বগুড়া- ৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত দিয়েছে। তার লন্ডন প্রবাসী ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন সিদ্ধান্ত দিয়েছেন শুনে তিনি ক্ষুব্ধ হন। এ উপনির্বাচনে অংশ নিয়ে বিএনপির কি লাভ হবে তাও তিনি জানতে চান। খালেদা জিয়া কারাবন্দী থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেন সেটাই বাস্তবায়ন হয়। এর আগে দলীয় এমপিদের সংসদে যাওয়ার বিষয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সনের নেতিবাচক সিদ্ধান্ত থাকলেও তারেক রহমান ঠিকই ইতিবাচক সিদ্ধান্ত দিয়ে দলীয় এমপিদের সংসদে পাঠান। আর বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার বিষয়েও তারেক রহমানের সিদ্ধান্তই কার্যকর হয়। তবে ঝামেলা হতে পারে ভেবে দলের কোন সিনিয়র নেতা এ নিয়ে তারেক রহমানকে প্রশ্ন করেননি।
×