ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মমতার দুর্গে মোদির থাবা

প্রকাশিত: ০৯:৪৬, ২৪ মে ২০১৯

  মমতার দুর্গে মোদির থাবা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে নরেন্দ্র মোদির দল ক্ষমতাসীন বিজেপি। এবার পশ্চিমবঙ্গেও ভাল করেছে দলটি। ২০১৪ সালের নির্বাচনে এ রাজ্যের ৪২ আসনের মধ্যে মাত্র দুটিতে জয় পাওয়া বিজেপি এবার সেখানে ১৬ আসনে এগিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সব পরাজিতই হারেনি। টুইটে মমতা লিখেছেন, ‘বিজয়ীদের অভিনন্দন। কিন্তু সব পরাজিতই হারেনি। আমাদের সবকিছু পর্যালোচনা করতে হবে। এরপর সবার সঙ্গে আমাদের মতামত শেয়ার করব। এখন গণনা পর্ব পুরোপুরি শেষ হোক। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলুক।’ ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। পার্লামেন্টে ৫৪৫টি আসনের মধ্যে তিন শতাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে এবার পশ্চিমবঙ্গেও উত্থান ঘটেছে বিজেপি তথা গেরুয়া শিবিরের। ২০১৪ সালের নির্বাচনে এ রাজ্যের ৪২টি আসনের মধ্যে মাত্র দুইটিতে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু এবার সেখানে ১৬টি আসনে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির দল। কিন্তু ঠিক কী কারণে পশ্চিমবঙ্গে এমন গেরুয়া ঝড়? যে ঝড়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে রাজ্যে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস! পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৪টিতে এগিয়ে আছে তৃণমূল। অথচ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যে ৩৪টি আসন পেয়েছিল দলটি। অর্থাৎ, ১০টি আসন হাতছাড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের। অন্যদিকে গতবারের চেয়ে এবার বিজেপির আসন বাড়ছে ১৪টি। ১৬টি আসন পাচ্ছে নরেন্দ্র মোদির দল। বাকি দুটিতে জয় পেতে যাচ্ছে কংগ্রেস।
×