ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৯:৫২, ২৪ মে ২০১৯

  ঝলক

ঘোড়ার মতো দৌড় কেউ ভাল দৌড়াতে পারলে তাকে ঘোড়া বা চিতার সঙ্গে তুলনা করা হয়। কিন্তু সে তো তাদের গতির জন্য। কিন্তু কখনও দেখেছেন মানুষকে ঘোড়ার মতো চার পায়ে দৌড়াতে কিংবা ঘোড়ার মতো লাফাতে? ইনি নরওয়ের আয়লা ক্রিস্টিন। তার এই দৌড়-লাফের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রিস্টিন দুই হাত ও দুই পা দিয়ে ঘোড়ার মতো দৌড়াচ্ছেন। কখনও কাঁচা রাস্তা দিয়ে, কখনও বাড়ির লনে ঘাসের ওপর। এমনকি, একটি কাঠের টেবিলের ওপর ঘোড়ার ভঙ্গিতে লাফাতেও দেখা যাচ্ছে তাকে। কখনও আবার ঘোড়ার মতো দুলকি চালে চার পায়ে হেঁটে আসছেন ক্রিস্টিন। টুইটারে ৪৫ সেকেন্ডের এই ভিডিওটি আপলোড হয়েছে। ইতোমধ্যেই প্রায় ২ কোটি বার দেখা হয়েছে। ইন্টারনেটে তাকে ‘ঘোড়া মহিলা’ বলেও ডাকা শুরু হয়েছে। -আনন্দবাজার পত্রিকা . প্লেন, হেলিকপ্টার শনাক্তে ড্রোন প্লেন বা হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ এড়াতে নতুন ড্রোনে সেন্সর বাড়াচ্ছে ডিজেআই। প্লেন বা হেলিকপ্টারকে আগে থেকেই শনাক্ত করতে পারবে এই ড্রোন। বুধবার ড্রোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ২০২০ সাল থেকে ২৫০ গ্রামের বেশি ভরের সব ড্রোনে এই ফিচার থাকবে। নতুন ড্রোনের সেন্সর প্লেন এবং হেলিকপ্টারের পাঠানো ‘অটোমেটিক ডিপেনডেন্ট সার্ভেইলেন্স-ব্রডকাস্ট (এডিএস-বি)’ সিগন্যাল ধরতে পারবে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু এয়ারস্পেসের সব এয়ারক্রাফটে এডিএস-বি সিগন্যাল থাকা বাধ্যতামূলক করেছে মার্কিন সরকার। ডিজেআই-এর নতুন ড্রোনে রাখা হবে এডিএস-বি ডিটেক্টর। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই প্রযুক্তিকে বলা হচ্ছে ‘এয়ারসেন্স’। প্লেন বা হেলিকপ্টার কাছাকাছি এলে ড্রোন পাইলটকে সতর্ক করবে এটি। ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন-এর পক্ষ থেকে ড্রোনে এডিএস-বি বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু ইতোমধ্যেই ম্যাট্রিস ২০০ এবং ম্যাভিক ২ এন্টার প্রাইজের মতো আরও পেশাদার ড্রোনগুলোতে ইতোমধ্যেই এই প্রযুক্তি যোগ করেছে ডিজেআই। -ভার্জ
×