ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে কালো কাপড়ে ঢেঁকে দেওয়া হল “জংশন”

প্রকাশিত: ০৯:৫২, ২৩ মে ২০১৯

পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে  কালো কাপড়ে ঢেঁকে দেওয়া হল “জংশন”

নিজস্ব সংবাদদাদা, সান্তাহার ॥ নতুন আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ উত্তরের বৃহৎ রেলওয়ে জংশন সান্তাহার স্টেশনে বিরতি ঘোষনার দাবিতে চলমান আন্দোলন কর্মসুচির অংশ হিসাবে ‘সান্তাহার জংশন’ লেখা সাইন বোর্ডে কালো কাপড় দিয়ে ঢেঁকে দেওয়া হয়েছে “জংশন” লেখা অংশটি। বৃহস্পতিবার বিকালে বিক্ষুব্ধ আন্দোলনকারিরা একর্মসুচি করে। এছাড়া আগামী ২৫মে ওই ট্রেন উদ্বোধন হয়ে সান্তাহার অতিক্রম করার সময় চোখে কালো কাপড় বাঁধা কর্মসুচি পালন করার ঘোষনা দেওয়া হয়েছে। ওই কর্মসুচির শ্লোগান হবে যে ট্রেন জংশনে থামে না সে ট্রেন সান্তাহারবাসী দেখবে না। ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম চম্পা বলেন, যত দিন পর্যন্ত সান্তাহার জংশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি হবে না তত দিন পর্যন্ত ‘জংশন’ ঢাঁকা থাকবে কালো কাপড়ে।
×