ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের বিধান না থাকা কেন অবৈধ নয়- জানতে চায়- হাইকোর্ট

প্রকাশিত: ০৯:৫৩, ২৪ মে ২০১৯

 পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের  বিধান না থাকা কেন অবৈধ নয়- জানতে চায়- হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের খাতা (উত্তরপত্র) পুনর্মূল্যায়নের বিধান না থাকা কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে খাতা পুনর্মূল্যায়নের প্রয়োজনীয় বিধান কেন প্রণয়ন করা হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত। দুই সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং সকল বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের এ রুলে জবাব দিতে বলা হয়েছে। এসএসসি ও এইচএসসিসহ সমমানের বোর্ড পরীক্ষায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চেয়ে রিটটি দায়েরের পর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করেন।
×