ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে পৌনে দুই কেজি স্বর্ণসহ নারী আটক

প্রকাশিত: ০৯:৫৪, ২৪ মে ২০১৯

 চুয়াডাঙ্গা সীমান্ত থেকে পৌনে দুই কেজি স্বর্ণসহ  নারী আটক

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৩ মে ॥ ভারত সীমান্তবর্তী চুয়াডাঙ্গার গয়েশপুর গ্রাম থেকে ১ কেজি ৭৪০ দশমিক ৫১ গ্রাম স্বর্ণসহ এক মহিলাকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টার দিকে জেলার জীবননগর উপজেলার গয়েশপুর পিচমোড় থেকে রিক্সাভ্যানে চেপে অবৈধভাবে ভারতে যাওয়ার আগে তাকে আটক করা হয়। আটক মাবিয়া আক্তার (৪০) জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী এবং সুলতান হালসানার মেয়ে। ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে জানান, গোপনে খবর পেয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে মাবিয়া আক্তারকে আটক করা হয়। এ সময় স্থানীয় মহিলা ইউপি সদস্যের সহায়তায় তার দেহ তল্লাশি করে ছোট ও বড় আকারের বিভিন্ন ধরনের ২১ অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৩৯ হাজার ৬৪৩ টাকা। উদ্ধার করা অবৈধ স্বর্ণের বার তার কাছে থাকা দেশী ৩৭০ টাকাসহ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করে তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে। সাতক্ষীরা সীমান্তে ২৩ লাখ টাকার মাল জব্দ ॥ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরা সীমান্তে ২২ লাখ ৯৬ হাজার ১০০ টাকার ভারতীয় রুপীসহ বিভিন্ন মাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কালিয়ানী, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে এসব মাল জব্দ করা হয়। জব্দকৃত মালের মধ্যে রয়েছে ভারতীয় রুপী ২৬ কেজি ৫০০ গ্রাম, বাইসাইকেল দুটি ও এ্যালুমিনিয়াম সামগ্রী ১২ কেজি ৬০০ গ্রাম। বিজিবি এ সময় এক চোরাকারবারিকে আটক করে। আটক চোরাকারবারির নাম মোঃ জাবেদ হোসেন (২৪)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ কুশিয়ার গ্রামের মোঃ শহিদ হোসেনের ছেলে। বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কালিয়ানী, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মাল জব্দ করে। জব্দকৃত এসব মালের মূল্য ২২ লাখ ৯৬ হাজার ১০০ টাকা বলে বিজিবি জানায়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
×