ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:১২, ২৪ মে ২০১৯

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এ দলে কোন বিভেদ নেই। বিষয়টি অত্যন্ত সহজ । কিন্তু সাংগঠনিক কাজটি অত্যন্ত কঠিন। আর যারা দায়িত্বে আছেন তারা কোন পদ পাবেন না। আজকে যারা দলে আসবেন তারা যদি কাজ করতে না পারেন তবে উপজেলা কমিটিতে আসতে পারবেন না। এটা তৃণমূলের সুযোগ রয়েছে নেতৃত্ব পরিবর্তনের। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাকে উপজেলায় রুপান্তর উপলক্ষে আজ শুক্রবার প্রগতি সংঘ মাঠে অনুষ্ঠিত আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন এ কথা বলেন। সাংসদ রমেশ চন্দ্র সেন আরো বলেন, রুহিয়া থানাকে উপজেলায় রুপান্তর করার প্রতিশ্র“তি ছিল আমার নির্বাচনী ওয়াদা। সে ওয়াদা পুরন করতে কাজ করার জন্য একটি থানা কমিটি গঠন করা দরকার। নির্বাচিত নেতারা রুহিয়াকে উপজেলায় রুপান্তর করতে কাজ করবেন। রুহিয়া থানা আওয়ামী লীগের সমন্বয়কারী আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, মাহবুবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্রো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রমুখ। সভায় রুহিয়া থানা আওয়ামী লীগের কমিটি গঠনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে খুব অল্প সময়ের মধ্যে রুহিয়া থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে বলে জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।
×