ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সান্তাহারে ফের মন্দিরে চুরি

প্রকাশিত: ০৬:১২, ২৪ মে ২০১৯

সান্তাহারে ফের মন্দিরে চুরি

নিজস্ব সংবাদদাদা, সান্তাহার ॥ বগুড়ার সান্তাহারে ৪২ দিনের মাথায় ফের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এবার শহরের ডালপট্টি মহল্লায় অবস্থিত এক পারিবারিক মন্দিরে এই চুরি সংগঠিত হয়েছে। চোরেরা মন্দিরের জানালার গ্রীল ভেঙ্গে প্রায় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ওই মহল্লার বাসিন্দা ও ব্যবসায়ী অনুপ আগরওয়ালা পাপ্পু জানান, তাদের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের আঙ্গিনায় পুর্ব পুরুষরা শত বছর পুর্বে নারায়ন মন্দির স্থাপন করে। বংশপরস্পরায় ওই মন্দিরে পারিবারীক পুজা হয়ে আসছে। মন্দিরের ঠাকুর সুজিত চক্রবর্তী বৃহস্পতিবার রাতে মন্দির তালাবদ্ধ করে করে চলে যায়। আজ শুক্রবার সকালে এসে মন্দিরের সাটারিং গেটের তালা ভাঙ্গা এবং চুরির ঘটনা দেখতে পায়। পরে খোঁজ নিয়ে দেখা যায় মন্দিরের পুজার কাজে ব্যবহার করা কাঁসা, তামা ও পিতলের ডজন খানেক তৈজসপত্র এবং একই ধাতবের তৈরী ২টি লক্ষী-নারায়ন মুর্তি, ৩টা গোপাল মুর্তি, ১টা হনুমান মুর্তি ও ১টি গনেশ মুর্তিসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে গেছে। এদিকে দেড় মাসের ব্যবধানে ফের মন্দির চুরির ঘটনায় সংখ্যালঘুদের মাঝে আতংক দেখা দিয়েছে। এরির্পোট পাঠানো সময় পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাতে সান্তাহার শহরের রথবাড়ী মহল্লায় রাধা মাধব মন্দিরে একই ভাবে চুরি সংঘঠিত হয়েছিল। সেখান থেকে চোরেরা পুজার কাজের ব্যবহার করা তৈজসপত্র, সোনার গহনা ও একাধিক ধাতবের তৈরী ৩০ মুর্তি সহ প্রায় ২লাখ টাকার মালামাল চুরি করেছিল।
×