ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্দরনগরীর ৩৫ হাজার বহুতল ভবনের অগ্নিনির্বাপক যন্ত্র মেয়াদোত্তীর্ণ

প্রকাশিত: ০৮:০১, ২৫ মে ২০১৯

 বন্দরনগরীর ৩৫ হাজার বহুতল ভবনের অগ্নিনির্বাপক যন্ত্র মেয়াদোত্তীর্ণ

স্টাফ রিপোর্টার ॥ বন্দরনগরী চট্টগ্রামে বহুতল ভবন আছে অন্তত ৩৫ হাজার। এরমধ্যে যেসব ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র আছে, তার বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ। আবার অনেক ভবনে এসব যন্ত্রের মেয়াদ থাকলেও ব্যবহার পদ্ধতি জানেন না বাসিন্দারা। ফায়ার সার্ভিস বলছে, ঝুঁকি কমাতে সচেতনতার পাশাপাশি এগিয়ে আসতে হবে ভবন মলিকদের। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট। যেখানে প্রতিটি ফ্লোরে আছে অগ্নি নির্বাপক যন্ত্র। তবে এসব যন্ত্রের কোনটারই মেয়াদ নেই। যা শেষ হয়েছে ২০১৮ সালে। ফলে যেই যন্ত্র দিয়ে প্রাথমিক অগ্নি নির্বাপণ করার কথা, সেটি এখন অন্যতম ঝুঁকির কারণ। এই মার্কেটের মূল মালিক সিটি কর্পোরেশন। এখানকার ব্যবসায়ীরা বলছেন, বিষয়টি কর্পোরেশনকে কয়েকবার অবহিত করা হলেও, এখনো মিলেনি সমাধান। এতো গেল অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদের কথা। আছে বিপরীত চিত্রও। নগরীর হালিশহর এলাকার একটি বহুতল ভবন। যেখানে আছে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র। আছে মেয়াদও। তবে এসব যন্ত্র ব্যবহার সম্পর্কে কোন ধারণা নেই বাসিন্দাদের। ফায়ার সার্ভিস বলছে, ঝুঁকি কমাতে জনসচেতনতার পাশাপাশি এগিয়ে আসতে হবে ভবন মালিকদের। তথ্য বলছে, চট্টগ্রামে বহুতল ভবন আছে অন্তত ৩৫ হাজার। যার ৯৩ শতাংশেই নেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা।
×