ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাঙ্গা ইউএনওর মুঠোফোন ক্লোন করে টাকা দাবি

প্রকাশিত: ০৮:৪৯, ২৫ মে ২০১৯

 ভাঙ্গা ইউএনওর  মুঠোফোন ক্লোন  করে টাকা দাবি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ মে ॥ ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারী মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট টাকা চাওয়া হয়েছে বলে জানা গেছে। ইউএনওর ক্লোন নম্বর থেকে উপজেলার আলগি ইউনিয়ন ন্যাশন্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাবউদ্দিনের কাছে আট হাজার টাকা চাওয়া হয়। মোঃ মাহাতাবউদ্দিন বলেন, ইউএনওর মুঠোফোন নম্বর থেকে তার মুঠোফোন নম্বরে ফোন করে বলা হয় আপনার বিদ্যালয়ের জন্য দুটি ল্যাপটপ বরাদ্দ পাওয়া গেছে, এর মধ্যে আপনার নিজের একটি। আমি এখন ঢাকায় আছি, আপনি দ্রুত আট হাজার টাকা পাঠিয়ে দিন। তবে মাহাতাবউদ্দিন টাকা না দিয়ে উপজেলায় যোগযোগ করে জানতে পারেন ইউএনও বর্তমানে ভাঙ্গায় নেই। গত ১৮ মে ১০ দিনের প্রশিক্ষণে বিদেশ গিয়েছেন। আগামী ২৯ মে তাঁর (ইউএনও) ফেরার কথা।
×