ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেমিক্যাল দিয়ে আম পাকানোয় ৬ আড়তকে জরিমানা

প্রকাশিত: ০৯:১০, ২৫ মে ২০১৯

 কেমিক্যাল দিয়ে আম পাকানোয় ৬ আড়তকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ছয়টি আড়তে কাঁচা আম কেমিক্যাল দিয়ে পাকানোর দায়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আড়তগুলো থেকে দুই হাজার কেজি আম জব্দ করা হয়েছে। অভিযানকালে প্রথমে আড়ত মালিক আমগুলো পাকা বলে দাবি করেছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট চ্যালেঞ্জ করে পাকা আম কাটেন। কাটতেই বেরিয়ে আসে আমের কচি আঁটি। আর তাতেই কাঁচা আম কেমিক্যাল দিয়ে পাকানোর বিষয়ে একেবারেই দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। শুক্রবার সকাল দশটা থেকে বিকেল তিনটা নাগাদ রাজধানীর মিরপুর দিয়াবাড়ি আমের আড়তে অভিযান চালায় র‌্যাব-৪। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। এই বিচারক জানান, সরকারী নির্দেশনা মোতাবেক গত ১৫ মে থেকে গাছ থেকে গুটি আম পাড়া শুরু হয়। সেই হিসেব মোতাবেক বাজারে পর্যাপ্ত গুটি আম পাওয়া কথা। কিন্তু ইদানিং প্রতিটি বাজারে রাস্তায় দোকানে অলিতে গলিতে পাকা তার মধ্যে বিখ্যাত ল্যাংড়া আমসহ নানা জাতের আমের ছড়াছড়ি। বিষয়টি রীতিমতো রহস্যের সৃষ্টি করে। পরে আম যোগাড় করে তা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমগুলো কেমিক্যাল দিয়ে পাকানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরীক্ষায় দেখা যায়, ল্যাংড়া আমের তেমন কোন স্বাদই নেই। কারণ ল্যাংড়া আমের প্রকৃত স্বাদ পেতে হলে আগামী অন্তত ৬ জুন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই। কারণ এতদিনে আম পরিপক্ক হবে। এরপর তাতে প্রকৃত স্বাদ আসবে। আর আম্রপালি ও ফজলি আম পাড়া শুরু হওয়ার কথা ১৬ জুন থেকে। আর আশ্বিনা আম পাড়া শুরু হবে আগামী ১৭ জুলাই থেকে। র‌্যাবের গোয়েন্দা শাখা সূত্র বলছে, অনুসন্ধানে জানা গেছে অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় অপরিপক্ব ল্যাংড়া আম নির্ধারিত সময়ের আগেই পেড়ে রাসায়নিকে পাকিয়ে বাজারজাত করছেন।
×