ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকায় নকল, নিষিদ্ধ ওষুধ রাখায় তিনজনকে কারাদন্ড

প্রকাশিত: ০৯:১১, ২৫ মে ২০১৯

 পুরান ঢাকায় নকল, নিষিদ্ধ ওষুধ রাখায় তিনজনকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকায় মিটফোর্ডে নকল ও নিষিদ্ধ ওষুধ রাখায় ১৩ প্রতিষ্ঠানসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক কোটি টাকা মূল্যের নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এবং ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় এ অভিযান চালায় র‌্যাব-১০। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমানও অভিযানে ছিলেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, মিটফোর্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিবন্ধনহীন, ফিজিশিয়ান স্যাম্পল এবং নকল ওষুধ বিক্রয় ও মজুদের অপরাধে ১৩ ফার্মেসিকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
×