ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম সরকারী কলেজে ‘শেখ হাসিনা’ ছাত্রী নিবাস উদ্বোধন

প্রকাশিত: ০৯:১৮, ২৫ মে ২০১৯

 চট্টগ্রাম সরকারী কলেজে  ‘শেখ হাসিনা’ ছাত্রী নিবাস উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সরকারী কলেজে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত ‘জননেত্রী শেখ হাসিনা ছাত্রী নিবাস’। প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১০০ আসন বিশিষ্ট এই ছাত্রী নিবাস শুক্রবার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কোন সরকারী কলেজে এটাই বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নামে নির্মাণ করা প্রথম স্থাপনা। চট্টগ্রাম কলেজ সূত্রে জানানো হয়, ২০১৫ সালে এই ছাত্রী নিবাস নির্মাণের কাজ শুরু হয়। ৫ তলা বিশিষ্ট এই ভবনে রয়েছে ২৫টি কক্ষ। নির্মাণ কাজ শেষ হয় ২০১৮ সালের প্রথম দিকে। কিন্তু অস্থিতিশীল অবস্থার কারণে ছাত্রী হোস্টেলটি চালু করা যায়নি। কলেজের চারটি ছাত্র হল ও একটি ছাত্রী হলের সঙ্গে এটিও বন্ধ থাকে। পরিস্থিতি অনুকূল হওয়ার পর আগের ছাত্রাবাসগুলো খুলে দেয়া হয়। একই সঙ্গে নবনির্মিত জননেত্রী শেখ হাসিনা ছাত্রী নিবাস উদ্বোধনের সিদ্ধান্ত হয়। কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে ছাত্রী নিবাসটির নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কাছে প্রস্তাব করা হলে তা অনুমোদিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষাখাতে বর্তমান সরকারের যুগান্তকারী নানা পদক্ষেপ ও সফলতা উল্লেখ করেন।
×