ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৯:৫১, ২৫ মে ২০১৯

 প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করবেন

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার তার সরকারী বাসভবন গণভবন থেকে দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করবেন। এছাড়া, এদিন তিনি একইভাবে বিরতিহীন বনলতা পঞ্চগড় এক্সপ্রেস এবং ঢাকার কাছে গাজীপুরে কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার উদ্বোধন করবেন। খবর বাসস এবং স্টাফ রিপোর্টারদের পাঠানো। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ তার সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু দুটি উদ্বোধন করবেন। একইদিন প্রধানমন্ত্রী কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কড্ডা-১, সাসেক সংযোগ সড়ক প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে বাইমাইল সেতুরও উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী ঢাকা-পঞ্চগড় রুটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামের আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন করবেন। বাসসের সঙ্গে আলাপকালে কাঁচপুর, দ্বিতীয় মেঘনা, গোমতী সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আবু সালেহ মোঃ নুরুজ্জামান জানান, নবনির্মিত কাঁচপুর ব্রিজ ইতোমধ্যেই যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। নতুন দুটি সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা কিছুটা হলেও আরামদায়ক হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ১৬ মার্চ শীতলক্ষ্যা নদীর ওপর দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করেন। পঞ্চগড় ॥ বিরতিহীন বনলতা এক্সপ্রেসের পর এবার দেশের দীর্ঘতম রেলপথে যাত্রা শুরু করছে স্বল্প বিরতির আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার মানুষের ঈদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি উপস্থিত থাকবেন। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত থাকবেন। প্রথমবারের মতো দ্রুতগতিসম্পন্ন আন্তঃনগর ট্রেন চালুর খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছে পঞ্চগড়সহ বৃহত্তর দিনাজপুর জেলার মানুষ। গাজীপুর ॥ ঈদ-উল-ফিতরকে সামনে রেখে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কের কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার দুটি উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ওই ফ্লাইওভার দুটির উদ্বোধন করবেন। এ সময় তিনি ওই মহাসড়কে ৩৩৭.৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অপর ৪টি আন্ডারপাস ও দুটি সেতুরও উদ্বোধন ঘোষণা করবেন। এতে এবারের ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই নিরাপদে বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারবে।
×