ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশিত: ১০:০০, ২৫ মে ২০১৯

 রাজধানীতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান ও খিলগাঁওয়ে প্রায় সাড়ে ৫ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি দামী নিশান পেট্রোল জীপ আটক করা হয়। পুলিশ জানায়, এই জীপের ভেতর থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালির সামনে থেকে ৫ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকাসহ হামিদুল খন্দকার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে থানা পুলিশ। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে মাদক কারবারি হামিদুল খন্দকারকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয় ৫ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হামিদুল পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ হতে পাইকারি দরে ইয়াবা কিনে গুলশানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন তিনি। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানার মাগুড়ায়। তিনি টঙ্গীর গাজীপুরা-২৭ এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে গুলশান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ডিসি (ডিসি) মাসুদুর রহমান জানান। এদিকে একই সময় খিলগাঁওয়ের ছাহেরুনবাগ এলাকা থেকে একটি নিশান পেট্রোল জীপসহ নূর মোহাম্মদ (৪৪) ও মোঃ মাসুদ মিয়া (৩২) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ওই গাড়ির ভেতর থেকে ইয়াবা জব্দ করে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম খিলগাঁওয়ের ছাহেরুনবাগ সাইন বোর্ডের এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ ইয়াবা জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় নবীনবাগের নতুন রাস্তার জামালের টং দোকানের সামনে থেকে নিশান পেট্রোল জীপের ভেতর থেকে মোঃ মাসুদ মিয়া নামে আরেক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ ইয়াবা জব্দ করা হয়। পরে পুলিশ মাদক কারবারিদের ব্যবহৃত নিশান পেট্রোল জীপটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে এসি মোঃ জাহিদুল ইসলাম সোহাগ জানান।
×