ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীতে দাবা-এ্যাথলেটিক্স অন্তর্ভুক্ত হবে

প্রকাশিত: ১০:০৮, ২৫ মে ২০১৯

 বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীতে দাবা-এ্যাথলেটিক্স অন্তর্ভুক্ত হবে

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীতে সম্ভাবনাময় খেলা হিসেবে দাবা ও এ্যাথলেটিক্স অন্তর্ভুক্ত হচ্ছে। এর আগে তৃণমূল থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় দাবা ও এ্যাথলেটিক্স ডিসিপ্লিনকে বাদ দেয়া হয়েছিল। আগামীতে আন্তর্জাতিক পর্যায় থেকে সাফল্য তুলে আনার পরিকল্পনা হিসেবে যে ১৩টি খেলা নির্ধারণ করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সে তালিকায় এ দুটি খেলা ছিল না। গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক রিপোর্ট প্রকাশিত হলে শেষ পর্যন্ত খেলা দুটিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে গত বুধবার অনুষ্ঠিত সভায় পূর্বের তালিকা রদবদলের সিদ্ধান্ত হয়। সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘আমরা সভায় প্রাথমিক যে আলোচনা করেছি তাতে দাবা ও এ্যাথলেটিক্সের অন্তর্ভুক্তির বিষয়টি এসেছে।’
×