ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টারেই সেরেনা-ওসাকার লড়াই

প্রকাশিত: ১০:০৯, ২৫ মে ২০১৯

 কোয়ার্টারেই সেরেনা-ওসাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ একদিন পরই পর্দা উঠবে ফ্রেঞ্চ ওপেনের। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের আগে শুক্রবার হয়ে গেল তার ড্র। সবকিছু সঠিকভাবে এগুলে এবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে পারেন সময়ের সেরা প্রতিভাবান তারকা নাওমি ওসাকা আর টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। গত মৌসুমে ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়েই বাজিমাত করেছিলেন নাওমি ওসাকা। ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। এরপর নতুন মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। সেইসঙ্গে নিজেকে নিয়ে যান ইতিহাসের সোনালি পাতায়। জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই গ্র্যান্ডস্লাম জয়ের অনন্য নজির গড়েন তিনি। পাশাপাশি এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটিও দখল করে নেন ওসাকা। দুটি গ্র্যান্ডস্লামের চ্যাম্পিয়ন ওসাকা এবারই প্রথম কোন মেজর টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে মিশন শুরু করবেন রোঁলা গ্যাঁরোয়। ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচে নাওমি ওসাকার প্রতিপক্ষ স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা চিমিয়েদলোভা। তবে দ্বিতীয় রাউন্ডেই অগ্নিপরীক্ষা দিতে হবে তাকে। যেখানে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন ২০১৭ সালের ফরাসী ওপেনের চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো কিংবা দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা। কঠিন এই পথ অতিক্রম করে যদি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারেন ওসাকা তখনই দেখা যেতে পারে ২০১৮ ইউএস ওপেনের ফাইনালের পুনরাবৃত্তি! আরেকটি সেরেনা-ওসাকার লড়াই দেখবে টেনিসপ্রেমীরা। সেক্ষেত্রে সেরেনা উইলিয়ামসকেও অতিক্রম করতে হবে কঠিন বাধা। কেননা, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা বেশ ক’দিন ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে তার প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ের ৮২ নম্বরে থাকা ভিতালিয়া দিয়াচেঙ্কো। তবে তৃতীয় রাউন্ডের আগে কোন বাছাই খেলোয়াড়ের মুখোমুখি হতে পারছেন না তিনি। সঠিকভাবে এগুলে তৃতীয় রাউন্ডে কানাডার তরুণ প্রতিভাবান খেলোয়াড় বিয়ান্কা আন্দ্রেস্কুর মুখোমুখি হতে পারেন সেরেনা।
×