ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আঙ্গুলে আঘাত পেয়েছেন মরগান

প্রকাশিত: ১০:১১, ২৫ মে ২০১৯

  আঙ্গুলে আঘাত পেয়েছেন মরগান

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কয়েকদিন পরেই বিশ্বকাপ। এর আগে আজ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামবে ইংল্যান্ড। তবে এর আগেই একটি বড় ধাক্কা খেয়েছে ইংলিশরা। অধিনায়ক ইয়ন মরগান ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের মধ্যমাঙ্গুলিতে আঘাত পেয়েছেন। এক্সরে করাতে দ্রুতই তাকে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক পর্যবেক্ষণে চোট গুরুতর মনে না হলেও এক্সরে রিপোর্ট পাওয়ার পরই মরগানের এই ইনজুরি বিষয়ে বিস্তারিত জানা যাবে। এমনটাই জানানো হয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট থেকে। এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে আয়োজক ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার ওভালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। সেজন্য বেশ ভাল প্রস্তুতিই সেরেছে মরগানের দল। কিছুদিন আগেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। মরগানের নেতৃত্বে পাকদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে। এবার আইসিসি নির্ধারিত দুটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। শনিবার সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছিল ইংলিশ ক্রিকেটাররা। সেই অনুশীলনের সময় স্লিপে ক্যাচ প্র্যাকটিস করছিলেন অধিনায়ক মরগান। ওই সময় তিনি আঙ্গুলে মারাত্মক সেই আঘাত পান। প্রচন্ড ব্যথা পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত মাঠ ত্যাগ করেন তিনি এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ‘ইয়ন মরগান আজ সকালে তার বাম হাতের আঙ্গুলে চোট পেয়েছেন অনুশীলনের সময়। সতর্কতা অবলম্বনের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’ ইসিবি জানিয়েছে, মূলত সতর্কতার জন্যই মরগানকে এক্স-রে করানো হয়েছে। তার রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। মরগানের নেতৃত্বে ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটে ব্যাপক উন্নতি করেছে। ২০১৫ বিশ্বকাপে আগে ভাগে বিদায় নিলেও এখন বিশ্বের এক নম্বর ওয়ানডে দল ইংল্যান্ড। স্বাগতিক হিসেবে তাই অন্যতম ফেবারিট তারা প্রথমবার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে।
×