ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজনীতিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ দিয়েছে আ.লীগ-বিএনপি ॥ জিএম কাদের

প্রকাশিত: ০২:৪২, ২৫ মে ২০১৯

রাজনীতিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ দিয়েছে আ.লীগ-বিএনপি ॥ জিএম কাদের

অনলাইন রিপোর্টার ॥ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনীতি এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিএনপি আওয়ামী লীগ রাজনীতিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। তিনি বলেন, মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।মানুষের প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে বিএনপির অর্ধশত নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন,যারা রাজনীতিতে জাতীয় পার্টির মূল ধারা মেনে রাজনীতি করে, তাদেরকে ভবিষ্যতে মূল্যায়ন করা হবে। তাদেরকে নীতিনির্ধারণে নিয়ে আসা হবে। তিনি বলেন, যারা জনগণের কথা চিন্তা করে আমি তাদেরকে মুল্যায়ন করবো।অনেক বাধা থাকবে জনগণের শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এবং জাতীয় পার্টিকে সুসংগঠিত করব। তিনি আরও বলেন,ঈদের পর থেকে জাতীয় পার্টির সাংগঠনিক কাজ শুরু করে দলকে সুসংগঠিত করা হবে। যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা হুমায়ূন মুন্সির নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দকে বরণ করে নিলাম। যারা জাতীয় পার্টিতে কাজ করতে চায় জাতীয় পার্টি তাদেরকে নিয়ে এগিয়ে যাবে। এসময় কুমিল্লা মহানগর বিএনপি'র সেক্রেটারী হুমায়ুন মুন্সির নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। হুমায়ুন মুন্সি বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টি এইচ এন এম শফিকুর রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। জাতীয় পার্টিকে সুসংগঠিত করা হবে। জাতীয় পার্টি কুমিল্লা জেলা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী ভাবে সু সংঘটিত হবে। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির নেত্রী জ্যোৎস্না বেগম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আলমগীর শিকদার লোটন, অ্যাডভোকেট রেজোয়ানুল ইসলাম ভূঁইয়াসহ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
×