ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কচুয়ায় মূল্যাবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ০৬:০০, ২৫ মে ২০১৯

কচুয়ায় মূল্যাবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়ায় মুল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোরে কচুয়া পৌরসভার করইশ গ্রামের পূর্বপাড়া বিলকিছ কমিশনার বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়। ওই গ্রামের মৃত আবুল হোসেমের ছেলে অলি উল্যালহ, ওসমান ও একই গ্রামের হানিফের ছেলে আমির হোসেন মাটি খুড়তে গেলে মূর্তি দেখতে পায়। স্থানীয় লোকজন থেকে সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে অভিযান পরিচালনা করে মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করে। শনিবার এবিষয়ে কচুয়া থানা প্রশাসান সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সংবাদিকদের উদ্দেশ্যে এএসপি সার্কেল(কচুয়া) শেখ রাসেল বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে ৩৮ ইঞ্চির উচ্চতা, ১৯ ইঞ্চির চওড়া ও প্রায় ৮২ কেজি ওজনের মুল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন। তবে এটা কষ্টি পাথরের মূর্তি কিনা তা আমরা পরীক্ষা নিরাক্ষা করে বলতে পারবো। এসময় কচুয়া অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ, পুলিশ পরিদর্শক(তদন্ত) শাহজাহান কামালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
×