ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

প্রকাশিত: ০৯:০৪, ২৬ মে ২০১৯

 অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ঘুরে দেখেন এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তার অবস্থা পরিদর্শন করেন। এ সময় অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্টার অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, প্রধান প্রকৌশলী এ কে এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং একাধিক মহড়াও অনুষ্ঠিত হয়েছে। -বিজ্ঞপ্তি
×