ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় সন্দেহভাজন ৪১ জঙ্গীর ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত: ০৯:০৭, ২৬ মে ২০১৯

 শ্রীলঙ্কায় সন্দেহভাজন  ৪১ জঙ্গীর ব্যাংক হিসাব জব্দ

শ্রীলঙ্কায় সন্দেহভাজন ৪১ জঙ্গীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাদের সঙ্গে চরমপন্থী ইসলামিক সংগঠন ন্যাশনাল তাওহীদ জামাতের (এনটিজে) সম্পৃক্ততা রয়েছে। ইস্টার সানডেতে বোমা হামলার পেছনে এই গোষ্ঠীর হাত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। শ্রীলঙ্কার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, সন্দেহভাজন জঙ্গীরা এখন টেররিস্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (টিআইডি) ও ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) হেফাজতে রয়েছে। শুক্রবার টাইমস অনলাইন গুনাসেকারার বিবৃতি উল্লেখ করে জানায়, সন্দেহভাজন হিসাবগুলোতে ১৩ কোটি ৪০ লাখ (সাত লাখ ৫৯ হাজার ৩৩৫ মার্কিন ডলার) রুপীর সমপরিমাণ অর্থ ছিল। তাদের কাছ থেকে আরও অতিরিক্ত এক কোটি ৪০ লাখ রুপী (৭৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার) উদ্ধার করা হয়। সন্দেহভাজনদের আটক করার সময় এই অর্থ তাদের কাছে পাওয়া যায়। এদিকে সিআইডি সন্দেহভাজনদের সাত শ’ কোটি রুপী (তিন কোটি মার্কিন ডলার) মূল্যের সম্পদ সম্পর্কে তদন্ত শুরু করেছে।
×