ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারীসহ চার মুসলিমকে গাছে বেঁধে পেটাল একদল গোরক্ষক

প্রকাশিত: ০৯:০৭, ২৬ মে ২০১৯

 নারীসহ চার মুসলিমকে গাছে বেঁধে পেটাল একদল গোরক্ষক

ভারতে লোকসভা নির্বাচনের ফল বেরুতেই একদল গোরক্ষক একজন নারীসহ চার মুসলিমকে গাছে বেঁধে পিটিয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশের রাজধানী ভুপালের সাড়ে তিন শ’ কিলোমিটার দূরের সিনোই শহরে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে মধ্যপ্রদেশ পুলিশ শনিবার পর্যন্ত অন্তত পাঁচজনকে আটক করেছে। খবর এনডিটিভি অনলাইনের। একই সঙ্গে যাদের মারা হয়েছে তাদের বিরুদ্ধেই উল্টো মামলা দিয়েছিল ওই গোরক্ষকরা। গাছে বেঁধে বেধড়ক পেটানোর পাশাপাশি তাদেরকে ‘জয় শ্রী রাম’বলতে বাধ্য করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গরু নিয়ে অটোরিক্সায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক মহিলাসহ চার মুসলিম। কোনভাবে সেই খবর পৌঁছে যায় গোরক্ষকদের কানে। সঙ্গে সঙ্গে লাঠি, বাঁশ নিয়ে অটোরিক্সাটিকে তাড়া করেন গোরক্ষকরা। ধরেও ফেলেন তিন আরোহীকে। এরপর তাদের গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। তার পর এক এক করে বেধড়ক পেটাতে শুরু করেন গোরক্ষকরা। এ ঘটনার তীব্র নিন্দা করে ভারতের এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
×