ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্রুতগতির বুলেট ট্রেন

প্রকাশিত: ০৯:০৮, ২৬ মে ২০১৯

  দ্রুতগতির বুলেট ট্রেন

টোকিও অলিম্পিক সামনে রেখে জাপান নতুন মডেলের দ্রুতগতির একটি বুলেট ট্রেন পরীক্ষামূলকভাবে চালু করেছে। ঘণ্টায় সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার (২২৪ মাইল) গতিতে ট্রেনটি চলতে সক্ষম। এন৭০০ ট্রেনটি সর্বোচ্চ গতির। এক দশক ধরে জাপানের ব্যস্ততম বুলেট ট্রেনের লাইনে প্রথম এই নতুন মডেলের ট্রেনটি চলাচল করে। এই ট্রেনটি অনেকটা হালকা এবং বর্তমান মডেলের চেয়ে কম শক্তি ব্যবহৃত হয়। ভূমিকম্পের ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত অতিরিক্ত বৈশিষ্ট্য থাকায় এটি বিশেষ ধরনের। শুক্রবার সবচেয়ে ব্যস্ততম ট্রেন লাইন মাইবারা ও কিয়োটোতে পরীক্ষামূলকভাবে ট্রেনটি চলাচল করে রেকর্ড সৃষ্টি করেছে। শিঙ্কসেন বুলেট ট্রেনটি একটি বাণিজ্যিক মডেল অর্জন করেছে। যদিও এটি ট্রেনের চলমান সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতিতে চলবে বলে ধারণা করা হচ্ছে। এজন্য ২৪ হাজার বিলিয়ন ইয়েন (২২০ কোটি মার্কিন ডলার) ব্যয় হবে। জুনের মাঝামাঝি পর্যন্ত এই পরীক্ষামূলক ট্রেন চলাচল অব্যাহত থাকবে। জাপানে বুলেট ট্রেন ১৯৬৪ সালের টোকিও অলিম্পিক সামনে রেখে ওই বছরই চালু হয়। তাদের বুলেট ট্রেন নির্ভরযোগ্য ও নিরাপত্তার জন্য খুবই বিখ্যাত। জাপান রফতানির জন্য ট্রেনের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস
×