ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার ধান কাটতে কৃষকের পাশে মেট্রোপলিটন পুলিশ

প্রকাশিত: ০৯:৫০, ২৬ মে ২০১৯

 এবার ধান কাটতে  কৃষকের পাশে  মেট্রোপলিটন  পুলিশ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৫ মে ॥ মজুরি বৃদ্ধি ও ধানের দরপতনে দিশাহারা কৃষকের পাশে দাঁড়াল রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে নগরীর ৪নং ওয়ার্ডের খটখটিয়া এলাকার কৃষক আবদুল মজিদের ১১ শতাংশ জমির ধান কেটে মাড়াই করেন তারা। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদের নেতৃত্বে এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপপুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপপুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, সহকারী পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার) আব্দুল্লাহ আল ফারুকসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×