ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনিয়মের প্রতিবাদ ॥ তিন জেলেকে পেটালেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ০৯:৫১, ২৬ মে ২০১৯

 অনিয়মের প্রতিবাদ ॥  তিন জেলেকে  পেটালেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৫ মে ॥ চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় বরগুনার নলটোনা ইউনিয়নের তিন জেলেকে কার্যালয়ে ডেকে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির। নির্যাতনের শিকার জেলেরা চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপতালে ভর্তি হয়েছেন। বরগুনা জেনারেল হাসপতালে চিকিৎসাধীন ট্রলার মাঝি টুটুল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় চাল নিতে জেলেরা ইউপি কার্যালয়ে আসেন। জেলে প্রতি ১৬০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ৩০ কেজি করে দুই বস্তায় মোট ৬০ কেজি চাল দিয়ে পাঠিয়ে দেয়া হয়। এ সময় চেয়ারম্যানের আত্মীয় স্বজনদের কয়েকজনকে পেছন থেকে বস্তা নিয়ে যেতে দেখে প্রতিবাদ করে জেলেরা। চাল নিতে বাধা দেয়ায় সেখানেই চেয়ারম্যানের লোকজন ট্রলার মাঝি টুটুলের উপর হামলা করে। এ ঘটনার পর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর মাঝি টুটুল, দেলোয়ার ও মান্নান মাঝিকে তার কার্যালয়ে ডেকে মোটা লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে।
×