ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৭৯ রানেই অলআউট ভারত

প্রকাশিত: ১০:৪৪, ২৬ মে ২০১৯

 ১৭৯ রানেই অলআউট ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ কিংবা আগের প্রস্তুতি ম্যাচগুলোতে দেখা যায়নি এমন ছবি। ইংলিশ কন্ডিশনে এবার দেদার রান উঠছে। কিন্তু বিশ্বকাপের আগে শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচেই ব্যাটিং বিপর্যয় ভারতের। কিউই বোলারদের সুইং সামলাতে না পেরে হিমশিম ভারতীয় ব্যাটসম্যানরা। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি কেউই রান পেলেন না। হার্দিক পান্ডিয়া (৩০) ও রবীন্দ্র জাদেজা (৫৪) না থাকলে হাল আরও খারাপ হতো। শেষ পর্যন্ত মাত্র ৩৯.২ ওভারে ১৭৯ রানেই অলআউট হয়ে গেল ভারত। শনিবার কেনিংটন ওভালের আকাশে ছিল মেঘ। তারপরও টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক কোহলি। কিন্তু এই পরিবেশে এই সিদ্ধান্ত যে আত্মহত্যার সামিল তা দেখা গেল খেলা শুরু হওয়ার পরেই। নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্টের সুইং সামলাতে না পেরে পরপর আউট হলেন রোহিত, ধাওয়ান ও লোকেশ রাহুল। মাত্র ২৪ রানে ৩ উইকেট পড়ে যায় ভারতের। তারপর হারদিকের সঙ্গে খেলা ধরার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কলিন ডি গ্র্যান্ডহোমের ভিতরে ঢুকে আসা বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় কোহলিকেও (১৮)। ধোনি ও হারদিক মিলে কিছুটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মাঝের ওভারে সাউদি, নিশাম ও ফার্গুসনের পেস বোলিংয়ের সামনে ফের উইকেট হারাতে থাকল ভারত। ধোনি ১৭ ও হারদিক ৩০ করে আউট হন। দীনেশ কার্তিক (৪), ভুবনেশ্বর কুমারও (১) রান পাননি। এর মধ্যেই ত্রাতা হিসেবে দেখা যায় রবীন্দ্র জাদেজাকে। ৬ চার ও ২ ছক্কায় ৫০ বলে ৫৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাকে সঙ্গ দেন কুলদীপ যাদব। কিন্তু জাদেজা আউট হওয়ার পর আর বেশিক্ষণ টিকে থাকেননি কুলদীপও (১৯)। ৩৯.২ ওভারে মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে যায় ভারত।
×