ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেনিজুয়েলায় কারাগারে দাঙ্গা, নিহত বেড়ে ২৯

প্রকাশিত: ২২:৪৫, ২৬ মে ২০১৯

ভেনিজুয়েলায় কারাগারে দাঙ্গা, নিহত বেড়ে ২৯

অনলাইন ডেস্ক ॥ ভেনিজুয়েলার কারাগারে কারাবন্দি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৪ মে) পর্তুগেজাপ্রদেশের আকারিউয়া পুলিশ স্টেশনে হাজত ভেঙে বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পুলিশ তাদের বাধা দিলে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ১৯ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান প্রদেশিক পাবলিক সিকিউরিটিপ্রধান অস্কার ভালেরো। খবর ডেইলি সাবাহ ও দ্য নিউইয়র্ক টাইমসের। ওই জেলটি রাজধানী কারাকাস থেকে ২২০ মাইল দূরে অবস্থিত। জেলটির ধারণক্ষমতা ২৫০ জন হলেও সেখানে ৫৪০ জন বন্দিকে গাদাগাদি অবস্থায় রাখা হয়েছিল। অস্কার ভালেরো জানান, বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ বাধা দিলে ভয়াবহ এ সংঘর্ষ শুরু হয়। এ ছাড়া কারাগারে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ২০১৭ সাল থেকে পৃথক তিনটি দাঙ্গায় ভেনিজুয়েলায় ১৩০ বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির অন্তত ৩০টি কারাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব জেলেবন্দির সংখ্যা আনুপাতিক হারে বেশি। এ ছাড়া মাদক ও অস্ত্র সরবরাহ হয়ে থাকে নিয়মিত।
×