ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে কমলাপুরে উপচে পড়া ভিড়

প্রকাশিত: ০০:৫৫, ২৬ মে ২০১৯

অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে কমলাপুরে উপচে পড়া ভিড়

অনলাইন রিপোর্টার ॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শেষ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। নারীর টানে বাড়ী ফিরে যেতে হাজারো টিকিট প্রত্যাশীর উপচে পড়া ভিড় পড়েছে কমলাপরে রেলস্টেশনে। রবিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রতিদিনের মতো সকাল ৯টায় টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। আগামী ৪ জুন যারা বাড়ি ফিরতে চান, তারা টিকিট পাচ্ছেন। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে চলাচলকারী ১২টি ট্রেনের টিকিট কমলাপুর থেকে দেওয়া হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত টিকিট দেওয়া হবে। সবমিলিয়ে ১৬ হাজারের মতো টিকিট দেওয়া হবে। এর আগে গত ২২ মে ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রবিবার টিকিট বিক্রির শেষ দিনে টিকিটপ্রত্যাশী মানুষের ভিড়ও অনেক। প্লাটফর্মের বাইরেও লাইন ধরে টিকিটের জন্য অপেক্ষা করছেন হাজারো মানুষ। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, টিকিট প্রত্যাশীর সংখ্যা অনেকে। শেষ দিনে অনেক মানুষ টিকিট কিনতে স্টেশনে ভিড় করেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই টিকিট বিক্রি চলছে।
×