ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পেরু

প্রকাশিত: ০৩:১৫, ২৬ মে ২০১৯

৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পেরু

অনলাইন ডেস্ক ॥ রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। যার গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার গভীরে। রবিবার বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টা নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী ভূমিকম্পটির প্রভাব পড়ে পার্শ্ববর্তী ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডরে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। জারি করা হয়নি কোনো সুনামি সর্তকতা। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। সংস্থাটি জানায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো লুগানাস গ্রাম থেকে ৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে। ভূমিকম্পটি দুই মিনিটের বেশি সময় স্থায়ী ছিলো বলেও প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যম। এ সময় আতঙ্কিত হয়ে লোকজনকে ঘর থেকে বের হয়ে আসার খবর জানানো হয়েছে।
×