ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

প্রকাশিত: ০৪:৪০, ২৬ মে ২০১৯

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

অনলাইন রিপোর্টার ॥ গা গরমের ম্যাচে গা ঠাণ্ডা করতেই যেন বৃষ্টি। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বাংলাদেশের প্রতিপক্ষ আজ পাকিস্তান। মূল আসর শুরুর আগে প্রত্যেকটি দল পাচ্ছে দুটি করে প্রস্তুতি ম্যাচ। পাকিস্তান এরিমধ্যে এক ম্যাচ খেলে ফেলেছে। ওই ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায় তারা। আজ বাংলাদেশের বিপক্ষে হারলে টান ১২টি ওয়ানডে ম্যাচ হারের দুঃস্মৃতি নিয়ে শুরু করতে বিশ্বকাপ। অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে এসেছে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। তবে সব কিছুকে পেছনে ফেলে সোফিয়া গার্ডেনসে দাপট দেখাচ্ছে বৃষ্টি। ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে দেরি হচ্ছে টস। ইংল্যান্ডের সময় অনুযায়ী সকাল ১০টায় টস দেয়ার কথা থাকলেও সেটি বিলম্ব হচ্ছে বৃষ্টি বাধায়। বাংলাদেশ দল মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত। পাকিস্তান দল সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।
×