ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেজারভিশনের বর্ণাঢ্য ঈদ আয়োজন

প্রকাশিত: ০৮:৫৭, ২৭ মে ২০১৯

লেজারভিশনের বর্ণাঢ্য ঈদ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বরাবরের মতো এবারও বেশ কিছু অডিও ও মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে লেজারভিশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে লেজারভিশনের এবারের আয়োজনে থাকছে বৈচিত্র্যতা। এ আয়োজনে দর্শক-শ্রোতারা বিভিন্ন ধারার গান দেখতে এবং শুনতে পারবেন। তারা আশা করে গানগুলো দর্শক-শ্রোতাদের ঈদের আনন্দকে আরও আনন্দময় করে তুলবে। লেজারভিশনের ঈদ আয়োজনের তথ্য নিয়ে এ প্রতিবেদন। জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমনের নতুন গান ‘ফতুর’। সোমেশ্বর অলির কথায় বেলাল খানের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মার্চেল। ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। রবিউল ইসলাম জীবনের কথায় এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ারের গান ‘তুই ছাড়া’। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী এবং ভিডিওটি পরিচালনা করেছেন খান মাহি। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী উপমার কণ্ঠে গাওয়া গান ‘অভিমানী’। গীতিকবি সোমেশ্বর অলির কথায় বেলাল খানের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জে কে মজলিশ । গানের ভিডিওটি নির্মাণ করেছেন এস আর ফিল্মস্। এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনার কণ্ঠে গাওয়া গান ‘তুমি কাছে থেকেও’। গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইবরার টিপু। থাইল্যান্ডের মনোরম লোকেশনে চিত্রায়িত গানটি নির্মাণ করেছেন জুটি প্রোডাকশন্স। এ সময়ের জনপ্রিয় ফোক শিল্পী হিরু ফকিরের কণ্ঠে গাওয়া গান ‘মাওলা-২’। এইচ আর শ্যামল ফিচারিং গানটির কথা ও সুর করেছেন হাসান রানা। গানের ভিডিওটি পরিচালনা করেছেন ফিরোজ সরকার। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার আরফিন রুমি ফিচারিং কণ্ঠশিল্পী মোহাম্মদ পিয়াসের ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’। কবি কাজী নজরুল ইসলামের কথা ও সুরে নতুনভাবে গানটির সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমি। জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও স্বরলিপির দ্বৈতকণ্ঠে গাওয়া ‘ভাল বাসতে বাসতে’। শহীদুল্লাহ্ ফরায়জীর কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত কর এবং ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। এ সময়ের জনপ্রিয় ফোক কণ্ঠশিল্পী অবিনাশ বাউলের কণ্ঠে গাওয়া ‘আমিতো ভালা না ভালা লইয়াই থাইকো’। গানটির মূল গীতিকার টিটু পাগলের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ এবং ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ইয়াসিন হোসেন নিরুর কণ্ঠে ‘খোদা ক্ষমা করো আমারে’। গানটির কথা, সুর ও ভিডিও নির্মাণ করেছেন শিল্পী নিজেই। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী দিয়ার গান ‘কফি হাউস’। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা পার্থ মজুমদার। তরুণ কণ্ঠশিল্পী সানিয়া রমার ‘রঙের যাদুকর’। সোমেশ্বর অলির কথায় এর সুর বেলাল খান এবং ভিডিওটি নির্মাতা খান মাহি। কণ্ঠশিল্পী সাদিয়া ইসলাম সাথীর গান ‘পরান পাখি রে’। গানটির কথা ও সুর করেছেন মোঃ রবিন ইসলাম, ভিডিওটি নির্মাণ করেছেন সাজিন খান।
×