ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জর্জিয়া ফেস্টিভ্যালে বাংলাদেশের ২ চলচ্চিত্র

প্রকাশিত: ০৮:৫৮, ২৭ মে ২০১৯

 জর্জিয়া ফেস্টিভ্যালে বাংলাদেশের ২ চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ ইউরোপের দেশ জর্জিয়ায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল চিলড্রেন এ্যান্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯ (গোল্ডেন বাটারফ্লাই)-এ বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে। এ তথ্য জানিয়েছেন উৎসবের দক্ষিণ এশিয়া অঞ্চলের কো-অর্ডিনেটর মনজুরুল ইসলাম মেঘ। কৃঞ্চ সাগর ও কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে আগামী ২৯ মে থেকে ১ জুন ২০১৯ অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল চিলড্রেন এ্যান্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল (গোল্ডেন বাটারফ্লাই)। উৎসবে প্রতিযোগিতা করবে ১৯ বছরের কম বয়সী বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের চলচ্চিত্র। ডকুমেন্টারি, ফিকশন, এ্যানিমেশন এই তিন কাটাগরির সর্বোচ্চ ৭ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্র প্রদর্শিত হবে। মনজুরুল ইসলাম মেঘ জানান, বাংলাদেশ থেকে তৌফিকুল ইসলাম পরিচালিত ‘মেডিসিন’, কাব্য করিম পরিচালিত ‘একলা থাকার দিন’ চলচ্চিত্র দুটি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করবে। মেঘ আরও জানান, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে সিনেমা জমা পড়লেও বাংলাদেশ থেকে দুটি এবং ভারত থেকে তামনির সিং পরিচালিত ‘এ ওয়াক আপ কল’ চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে।
×