ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ চিকিৎসকের স্থলে কর্মরত চার

প্রকাশিত: ০৯:০৯, ২৭ মে ২০১৯

 মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে  ১৬  চিকিৎসকের  স্থলে কর্মরত  চার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক দীর্ঘদিন অনুপস্থিত। ১৬ চিকিৎসকের ৯ পদ শূন্য। এরমধ্যে ৪ জন যোগদানের পর থেকে অনুপস্থিত। ফলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এবং দুইজন মেডিক্যাল অফিসার দৃশ্যত কর্মরত আছেন। এ অবস্থায় প্রায় দেড়লাখ লোক অধ্যুষিত এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা আক্ষরিক অর্থে ভেঙ্গে পড়েছে। সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি অনাকাক্সিক্ষত মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। সূত্র মতে, জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন পদে ডাঃ আলবার্ড মানিক সরকার ২০০১ সালের ৯ আগস্ট মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে গত ১৮ বছর ধরে অনুপস্থিত। তিনি নাকি ২০০৩ সালে চিঠি দিয়ে আর চাকরি করবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত ওই পদে তাকে দেখানো হচ্ছে। অর্থাৎ তার পদটি শূন্য ঘোষণা করা হয়নি। অপরদিকে, সহকারী সার্জন ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস ২০১০ সালের ৩ জুলাই এই স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন। এরপর থেকে তিনি আজ পর্যন্ত অনুপস্থিত। একইভাবে মেডিক্যাল অফিসার পদে ডাঃ কাজী ফাইয়াত মাহমুদ ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর এখানে যোগদান করে আর আসেননি। অনুরূপ সহকারী সার্জন পদে ডাঃ মোঃ জামিল সিদ্দিকী ভুঁইয়া ২০১৯ সালের ২৫ মার্চ এখানে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনিও অনুপস্থিত। এ বিষয়ে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল গফুর বলেন, এসব চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রায় একই কথা বলেন, বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জি কে এম শামছুজ্জামান।
×