ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে প্রাণ গেল ঘুমন্ত শিশুর

প্রকাশিত: ০৯:১৩, ২৭ মে ২০১৯

 পঞ্চগড়ে বিদ্যুতের শর্টসার্কিটের  আগুনে প্রাণ  গেল ঘুমন্ত  শিশুর

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে অগ্নিদগ্ধ হয়ে রাদিয়া আক্তার রোজা মনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রোজা মনি ওই এলাকার হোটেল শ্রমিক রমজান আলীর একমাত্র মেয়ে। স্থানীয়রা জানায়, রবিবার বেলা ১১টায় রোজা মনিকে ঘরে ঘুম পাড়িয়ে তার মা জেসমিন আক্তার পাশের বাড়িতে যান। এর কিছুক্ষণ পরেই স্থানীয়রা রোজা মনির ঘরে আগুন দেখতে পান। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মুহূর্তেই দুটি ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়। অগ্নিকান্ডে ঘুমন্ত শিশু রোজা মনিও পুড়ে মারা যায়। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিটের আগুনেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন রায়, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান। এ সময় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান সাড়ে ৭ হাজার টাকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। . উলিপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে বিদ্যুতস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে খামার তবকপুর গ্রামে। জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের খামার তবকপুর গ্রামের আলম মিয়ার স্ত্রী এক সন্তানের জননী শিউলি বেগম (২৮) গোয়াল ঘরে গরু গোসল করাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×