ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিলিতে বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

প্রকাশিত: ০৯:৩৫, ২৬ মে ২০১৯

হিলিতে বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের ভারতীয় বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, ভারত থেকে নিষিদ্ধ ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যেরাতে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪টি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ওই বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট ৬৪ হাজার ৩২০পিস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ট্যাবলেটের সিজার মুল্য ১৯ লাখ ২৯ হাজার ৬শ টাকা। মালামালগুলি হিলি স্থল শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
×