ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কমছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৬, ২৬ মে ২০১৯

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কমছে  :  পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা কমিয়ে দিতে শুরু করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সৌদি আরবে আসন্ন ওআইসি সম্মেলনে রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রক্রিয়া এগোবে বলে আশা করছেন তিনি। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সৌদি আরব ও জাপান সফর প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা বিভিন্ন দেশ থেকে যে সাহায্য পেত, সেই সাহায্যের পরিমাণও দিনে দিনে কম আসছে। এটা উদ্বেগের কারণ। আমরা চাই তারা তাড়াতাড়ি যাক।’ এমন বাস্তবতায় মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন সৌদি আরবে। ওই সম্মেলনে রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে মামলা করার প্রক্রিয়া এগোবে বলে বাংলাদেশ আশা করছে। ওই মামলা হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারের ওপর চাপ বাড়বে। আব্দুল মোমেন বলেন, ‘ওই শীর্ষ সম্মেলন থেকে আন্তর্জাতিক বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠার বিষয়ে মামলা করার প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করা যাচ্ছে।’ আগামী ৩১ মে সৌদি আরবের ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ২৮ মে যাবেন জাপান সফরে। সেখানেও প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার সমাধানে জাপানের প্রধানমন্ত্রীকে সহায়তার অনুরোধ জানাবেন। ওই সফরকালে দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলার সমমূল্যের উন্নয়ন সহায়তার চুক্তি স্বাক্ষর হবে, যেখানে মাতারবাড়ী পোর্ট, ঢাকা ম্যাস ট্রানজিট এবং সরাসরি বিদেশি বিনিয়োগের বিষয়গুলো রয়েছে। এসব ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী যখন ব্রিফ করছিলেন তখন তিনি কথা বলেন ভারতের নতুন সরকার ও তিস্তা চুক্তি প্রসঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু এক সময় এই সরকারই বলেছিল বাংলাদেশ ও ভারতের সব সমস্যার সমাধান করা হবে, আমাদের আশা হচ্ছে তারা আমাদের দিক থেকে খুবই পজিটিভ। এই সরকারই এসেছে সুতরাং ওই আশ্বাসের ভিত্তিতে আশা করছি তিস্তাসহ সব সমস্যার সমাধান হবে।’ আগামী ২৮ মে থেকে বিদেশ সফরে থাকায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঈদ করতে পারছেন না।
×