ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাশুড়ির বদান্যতা

প্রকাশিত: ০৯:৪৭, ২৭ মে ২০১৯

 শাশুড়ির বদান্যতা

বর্তমানের একান্নবর্তী পরিবার বিলীন হওয়ার যুগে মানুষে মানুষে যোগাযোগের ব্যবধান বাড়ছে। বড় পরিবার ভেঙ্গে ক্রমশ ছোট হয়ে আসছে। পরিবারের ভাঙ্গনের প্রধানতম কারণের একটি বউ-শাশুড়ির মধ্যে ভুল বোঝাবুঝি। যার কবলে পড়ে পাশে থেকেও অপর হয়ে ওঠে একই পরিবারের সদস্যরা। কিন্তু ভারতের রাজধানী দিল্লীতে যে ঘটনাটি ঘটেছে তা আপনাকে অন্য গল্প শোনাবে। বউ ডানে বলেন তো শাশুড়ি বলেন বামে। শাশুড়ির পছন্দ এক, বউয়ের আরেক। শাশুড়ি-বউয়ের মধ্যকার সম্পর্কের কথা বললে এমন সব দৃশ্যই চোখে ভাসে। টিভি সিরিয়ালগুলোতেও এমন দৃশ্যের বর্ণনা পাবেন। কিন্তু দিল্লীর পশ্চিম অংশের বাসিন্দা এক শাশুড়ি তার বউকে বাঁচাতে নিজের কিডনি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। গৃহবধূকে একটি কিডনি দান করা ওই নারীর নাম বিমলা, বয়স ৬৫ বছর। পশ্চিম দিল্লীর উত্তম নগরের বাসিন্দা তিনি। তার ৩৬ বছর বয়সী গৃহবধূর নাম কবিতা। যার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। কবিতার মা কিডনি দিতে চেয়েও বেঁকে বসেন। এ পরিস্থতিতে কবিতার শাশুড়ি বললেন তিনি তার ছেলের বউকে কিডনি দেবেন।-ইয়াহু নিউজ
×