ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে হেরেও খুশি বিরাট কোহলি

প্রকাশিত: ১০:৩২, ২৭ মে ২০১৯

  প্রস্তুতি ম্যাচে হেরেও খুশি বিরাট কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের মূল লড়াই শুরু হতে এখনও ৩ দিন বাকি। এর মধ্যে আইসিসি নির্ধারিত প্রস্তুতি ম্যাচ খেলে ফেলবে দলগুলো। অন্যতম ফেবারিট ভারত ইতোমধ্যেই গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। দারুণ ব্যাটিং লাইনআপ নিয়েও এই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে হেরেছে বিরাট কোহলির দল। কিন্তু অধিনায়ক কোহলি হারের মধ্যেও খুঁজে পেয়েছেন স্বস্তি। বিশেষ করে মাত্র ১১৫ রানেই ৮ উইকেট পড়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদব দারুণ ব্যাটিং করেছেন। আর এটিই প্রস্তুতি ম্যাচে এমন হারের পরও সন্তুষ্টি দিচ্ছে কোহলিকে। এবার সবার পরে বিশ্বকাপ মিশন শুরু হবে ভারতের। ৩০ মে বিশ্বকাপ মাঠে গড়ালেও ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের অষ্টম ম্যাচে মাঠে নামবেন কোহলিরা। এর আগে ইতোমধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারা। গত বিশ্বকাপে রানার্সআপ হওয়া কিউইদের কাছে নাস্তানাবুদ হয়েছে তারা। আগে ব্যাট করতে নেমেও দুর্দান্ত ব্যাটিং লাইনআপের ভারত ৩৯ রানেই ৪ উইকেট হারিয়ে চরম লজ্জার দিকে এগিয়ে যাচ্ছিল। এমনকি ১১৫ রানেই হারিয়ে ফেলেছিল ৮ উইকেট। এমন পরিস্থিতিতে দলীয় রান ১৭৯ পর্যন্ত নিয়ে যাওয়াটাই অস্বাভাবিক। শেষদিকে বোলারদের ব্যাটিং দৃঢ়তায় সেটা করতে পেরেছে ভারতীয় দল। আটে নেমে ৫৪ রান করেন জাদেজা। ১৯ রান এসেছে কুলদ্বীপের ব্যাট থেকে। এই ম্যাচটিকে শিক্ষা হিসেবেই নিয়েছেন কোহলি। টপঅর্ডাররা ব্যর্থ হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে টেলএন্ডারদের দায়িত্ব নিতে হবে দলকে বাঁচানোর। সেটা এই ম্যাচে দল হেরে গেলেও শেষদিকের ব্যাটসম্যানরা করে দেখিয়েছেন। তাই স্বস্তি কোহলির। তিনি বলেন, পরিকল্পনামাফিক সব হয়নি। তারপরও ভাল লড়াই হয়েছে। ৪ উইকেটে ৫০ থেকে ১৮০ রান (লক্ষ্য) ভালই। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে টপঅর্ডার একদিন ব্যর্থ হতেই পারে। হার্দিক ও জাদেজার রান পাওয়া এবং ধোনির চাপ শুষে নেয়ার ব্যাপারগুলো ইতিবাচক। এই ম্যাচে বিশ্বকাপে এবার সকলের নজরের কেন্দ্রে থাকা অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও মোটামুটি রান পেয়েছেন। ৩৭ বলে ৩০ রান করেন তিনি। ছয়ে নেমে ধোনি বেশ কিছুক্ষণ ছিলেন উইকেটে। আউট হওয়ার আগে ৪২ বলে করেন ১৭ রান। মাত্র ১৮০ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৭৭ বল হাতে রেখে ম্যাচটি জিতেছে ৬ উইকেটে। কোহলি কিন্তু এরপরও বোলারদের প্রশংসাও করলেন, আমরা ভাল বোলিং করেছি। ওভারপ্রতি চার-সাড়ে চার করে রান দিয়েছি। ফিল্ডাররা এবার বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে। আমাদের আসলে তিনটি বিভাগেই আরও ভাল করতে হবে। তবে এই ম্যাচে দেখেছি যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার বিষয়টি এখানে একটু ব্যতিক্রমধর্মী। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার পর এবং আমাদের ব্যাটিংয়ের শেষদিকে এটা আমি খেয়াল করেছি। আমার মনে হয় আমাদের বোলাররা সঠিক জায়গায় বল ফেলতে পেরেছে। আমরা যদি এই জায়গাগুলোয় অবিরাম বল ফেলে যেতে পারি সেক্ষেত্রে বোলিং আক্রমণটা নিয়ে আমরা দারুণ কিছু করতে পারব। আমার মনে হয় নতুন বলে পেসাররা এবং আমাদের স্পিনাররা এটা করতেই পারে।
×