ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইনজামামের দাবি

এবারের বিশ্বকাপে ভারতকে হারাবে পাকরা

প্রকাশিত: ১০:৩৪, ২৭ মে ২০১৯

 এবারের বিশ্বকাপে ভারতকে হারাবে পাকরা

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ গত বছর এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দুইবারই পাকদের বাজে হার দেখতে হয়েছিল। আর ইংল্যান্ডের মাটিতে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার ভারতের কাছে হেরে গেলেও ফাইনালে বিরাট কোহলিদের নাকাল করে জিতে গিয়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপের মতো বড় মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের কাছে যেন ‘দুধের শিশু’ পাকরা। ৬ বার বিশ্বকাপে মুখোমুখি হয়ে ইমরান খানের দেশ প্রতিবারই ভারতের কাছে নতি স্বীকার করে মাঠ ছেড়েছে। তবে সাবেক অধিনায়ক ও বর্তমানে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক দাবি করছেন এবার ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান দল। এমনকি তিনি মনে করেন এবার বিশ্বকাপ সেমির চারটি দল হবে- ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তান। ৩১ মে বিশ্বকাপের দ্বিতীয়দিনেই এবার মিশন শুরু হবে পাকিস্তানের। নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তারা। তবে পাকদের মূল নজর ১৬ জুন ম্যানচেস্টারের ম্যাচটির দিকে। সেদিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকরা। বিশ্বকাপ মঞ্চে ভারতের বিরুদ্ধে ৬ বার খেলে প্রতিবারই হেরেছে পাকিস্তান। কিন্তু এবার ভারতীয় দল হেরে যাবে পাকিস্তানের কাছে। ইতিহাস বদলাবে সরফরাজ আহমেদের দল। বলেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাতকারে ইনজি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব মানুষের কাছে অন্যরকমের। অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, বিশ্বকাপ না জিতলেও চলবে। ভারতকে হারাতে পারলেই আমরা খুশি। আমি আশাবাদী এবার ভারতকে আমরা হারাতে পারব। বিশ্বকাপে ভারতের কাছে হারের ইতিহাস এবারই বদলাতে পারব বলে আশা রাখি।’ বিশ্বব্যাপীই ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধের বাড়তি এক উন্মাদনা। বিশ্বের যেখানেই ম্যাচটি হয় ভক্ত-সমর্থকরা স্টেডিয়ামে দৌড়াতে থাকেন। এবার বিশ্বকাপেও তাই দর্শকদের ১৬ জুন ম্যানচেস্টারে যাওয়ার চাপ সবচেয়ে বেশি।
×