ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইরাকে আইএস সদস্য ৩ ফরাসির মৃত্যুদণ্ডের বিপক্ষে ফ্রান্স

প্রকাশিত: ০৩:৫১, ২৭ মে ২০১৯

ইরাকে আইএস সদস্য ৩ ফরাসির মৃত্যুদণ্ডের বিপক্ষে ফ্রান্স

অনলাইন ডেস্ক ॥ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ায় ইরাকে তিন ফরাসিকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তারা নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী বলে জানিয়েছে ফ্রান্স। এই তিন ফরাসি সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী বাহিনীর হাতে ধরা পড়েছিল। বিচারের জন্য তাদেরকে ফেব্রুয়ারিতে ইরাকে পাঠানো হয়। এই প্রথম ফরাসি আইএস জঙ্গিদের মৃত্যুদণ্ড দেওয়া হল। বিবৃতিতে বলা হয়েছে, “ইরাকে ফ্রান্সের দূতাবাস রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ইরাকি কর্তৃপক্ষগুলোকে আমাদের অবস্থান জ্ঞাপন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।” ইরাকের কর্তৃপক্ষগুলোর সার্বভৌমত্বের বিষয়ে ফ্রান্স শ্রদ্ধাশীল এবং ওই আইএস সদস্যদের ‘তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে’ বলে বিবৃতিতে বলা হয়েছে। আইএসে যোগ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় রবিবার ইরাকের একটি আদালত ওই তিন ফরাসিকে মৃত্যুদণ্ড দেয়। এই তিন ফরাসি সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী বাহিনীর হাতে ধরা পড়েছিল। বিচারের জন্য তাদেরকে ফেব্রুয়ারিতে ইরাকে পাঠানো হয়। এই প্রথম তিন ফরাসি আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হল। এ রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য এ তিনজনের হাতে এক মাসের মতো সময় আছে বলে জানা গেছে।
×