ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় পানির কারখানায় ইউএনও’র তালা

প্রকাশিত: ০৯:৪১, ২৭ মে ২০১৯

পটিয়ায় পানির কারখানায় ইউএনও’র তালা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় ‘মম’ পানি নামের একটি অবৈধ পানির কারখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান তালা ঝুলে দিয়েছেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কচুয়াই এলাকার মো. ইদ্রিসের পুত্র নাজিম উদ্দিনকে (৩০)। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান অভিযান চালিয়ে নাজিমকে হাতেনাতে গ্রেফতার করেন। বিএসটিএ’র অনুমোদনবিহীন ও নলকূপের পানি ‘মম’ পানি নামে দীর্ঘদিন ধরে বাজারজাত করার দায়ে কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে গ্রেফতারকৃত নাজিমকে ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়। অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদন্ডের আদেশ হয়। এদিকে, মুন্সেফবাজার এলাকায় মহিউদ্দিন টিটুর একটি মুরগীর দোকানে মূল্য তালিকা না টাঙানোর কারণে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই ব্রীজের উত্তর পাশে একটি বিল্ডিং এ ‘মম’ পানি নামের অবৈধ কারখানায় পানি বোতলজাত করে আসছিল। ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেন। পরে শুনানী শেষে অবৈধ পানির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, বিএসটিএ’র অনুমোদনবিহীন পানির কারখানায় পানি বাজারজাত করার কারণে জরিমানা ও একজনকে এক সপ্তাহের কারাদন্ড দেওয়া হয়েছে।
×