ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে বিতরণ হচ্ছে প্রায় সাড়ে ৬ হাজার মেট্রিক টন চাল

প্রকাশিত: ০৬:০৮, ২৮ মে ২০১৯

রংপুরে বিতরণ হচ্ছে প্রায় সাড়ে ৬ হাজার মেট্রিক টন চাল

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার দরিদ্র মানুষদের সহায়তার লক্ষ্যে দুঃস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় রংপুরে ৬ হাজার ৩ শো ৪৩দশমিক ৭২৫ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। জেলা ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রংপুর জেলার ৩ পৌরসভা ও ৮ উপজেলার ৪ লাখ ২২ হাজার ৯১৫টি দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য চাল বরাদ্দ করেছে। জেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের কমিটির সহযোগিতায় তালিকাভুক্তির কাজ করেছে । এতে ৮ উপজেলার ৭৬টি ইউনিয়ন এবং বদরগঞ্জ, পীরগঞ্জ ও হারাগাছ এই ৩ পৌরসভার তালিকাভুক্ত প্রতি পরিবারে ১৫ কেজি করে চাল দেয়া হবে।আগামী ৩ জুনের মধ্যে দরিদ্র ও নি:স্ব পরিবারগুলোর মধ্যে ভিজিএফ চাল বিতরণ শেষ করা হবে, যাতে তারা ঈদ উৎসব উদযাপন করতে পারে। জেলা প্রশাসন সূত্র জানায়, এই কর্মসূচির আওতায় সদর উপজেলায় ২৬ হাজার ৮৬৫টি ভিজিএফ কার্ডধারী পরিবারে ৪০২ দশমিক ৯৭৫ মেট্রিক টন, মিঠাপুকুরে ৮৯ হাজার ১০১ টি পরিবারে ১৩৩৬ দশমিক ৫১৫ টন, পীরগঞ্জে ৬৭ হাজার ৭৫০ পরিবারে ১০১৬ দশমিক ২৫০ টন, পীরগাছায় ৫৪ হাজার ৭০৩ পরিবারে ৮২০ দশমিক ৫৪৫ টন, কাউনিয়ায় ৪৪ হাজার ৮৫৪ পরিবারে ৬৭২ দশমিক ৮১০ টন, গঙ্গাচড়ায় ৫০ হাজার ৫৫৮ পরিবারে ৭৫৮ দশমিক ৩৭০ টন, বদরগঞ্জে ৫৫ হাজার ৬২৪ পরিবারে ৮৩৪ দশমিক ৩৬০ টন এবং তারাগঞ্জ উপজেলায় ২৭ হাজার ২৯৯ টি পরিবারে ৪০৯ দশমিক ৪৮০ টন চাল বিতরণ করা হবে। এ ছাড়াও বিশেষ ভিজিএফ চাউল বিতরণ কর্মসূচির আওতায় বদরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারে ৪৬ দশমিক ২১৫ টন , পীরগঞ্জ পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবারে ২৩ দশমিক ১০০ টন ও হারাগাছ পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবারে ২৩ দশমিক ১০০ টন চাল বিতরণ করা হবে।
×