ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৪

প্রকাশিত: ২৩:০৬, ২৯ মে ২০১৯

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৪

অনলাইন রিপোর্টার ॥ ঝিনাইদহ সদর উপজেলায় মাইক্রোবাসের চাপায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি মাইক্রোবাস মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইসাইকেল আরোহী ও পরে এক স্কুলছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। চট্টগ্রাম অন্যদিকে চট্টগ্রাম নগরের কর্নেলহাটে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মো. আলাউদ্দিন (৩২)। সে সীতাকুণ্ডের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। নায়েক মোহাম্মদ আমির জানান, কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকায় অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
×