ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ফসলী জমির উপর নির্মিত অবৈধ ইটভাটা উচ্ছেদ

প্রকাশিত: ০৯:৫৪, ২৯ মে ২০১৯

দিনাজপুরে ফসলী জমির উপর নির্মিত অবৈধ ইটভাটা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ অবশেষে দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে ফসলী জমির উপর নির্মিত অবৈধ ইটভাটা উচ্ছেদ করল প্রশাসন। বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম এই উচ্ছেদ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন। তিনি জানান, বহুদিন ধরে অসংখ্য গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে সামাজিক বনায়ন ও ইরি স্কীমের জন্য হুমকি স্বরূপ অবৈধভাবে নির্মিত ইট ভাটাটি ভেঙ্গে দেয়া হয়। ভাটার মালিককে অতি শীঘ্রই আইনের আওতায় এনে মামলা দেয়া হবে বলে তিনি জানান। সদর উপজেলা ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের মুনছুর উদ্দীন চৌধুরী ও এমাজ উদ্দীন চৌধুরীর জমিতে শহরের ঈদগাহ বস্তী নিবাসী মোহাম্মদ আলীর পুত্র মহসীন আলী অবৈধভাবে উক্ত ইট ভাটা নির্মান করেছিলেন। গ্রামবাসীদের আবেদনের প্রেক্ষিতে ২০ মার্চ জেলা প্রশাসকের নির্দেশনায় উক্ত অবৈধ ইট ভাটা ভেঙ্গে ফেলা হয়। কিন্তু নতুন করে সেখানে ইটভাটা পুনর্নিমিত হলে গ্রামবাসীর অভিযোগে আবারও ভেঙ্গে ফেলার অনুমতি দেন জেলা প্রশাসক। ভাটাটি উচ্ছেদে এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, কোতয়ালী থানা পুলিশ ফোর্সসহ গ্রামবাসীরা সহযোগিতায় ছিলেন।
×