ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁ সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

প্রকাশিত: ০৯:৫৯, ২৯ মে ২০১৯

নওগাঁ সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। বিজিবি পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান পিবিজিএম, জি+ বলেন,মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ধামইরহাট উপজেলার পাগল দেওয়ান বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.ফিরোজ আলমের নেতৃত্বে বিজিবির একটি দল কুটির বাড়ী নামকস্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিক বিহীন অবস্থায় ৬হাজার ৪শ’ ৮০টি শক্তি গোল্ড চেইন, আরকে পায়েল চেইন ৬হাজার, ৬ হাজার ৯২ টি কেচিল চেইন, আরজে চেইন ৪,২৭৭টি, সারা চেইন (বড়) ২হাজার ৭৪টি, ১২হাজার ৩শ’ ১২টি সারা চেইন, সন্দিপ পায়েল চেইন (বড়) ৩হাজার ৬শ’ ৭২ জোড়া, সন্দিপ পায়েল চেইন (ছোট) ২ হাজার ১শ’ ৬০টি এবং চুড়ি ১হাজার ৭শ’ ২৮টি। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৮ লাখ ৫২ হাজার ১৯০ টাকা।
×