ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে সুনামগঞ্জে র‍্যাবের বিশেষ নিরপত্তা জোরদার

প্রকাশিত: ০৪:৫৬, ৩১ মে ২০১৯

ঈদ উপলক্ষে সুনামগঞ্জে র‍্যাবের বিশেষ নিরপত্তা জোরদার

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ফিরে এলো খুশির ঈদ। ঈদকে নির্বিঘ্ন করতে সুনামগঞ্জ র‍্যাব-৯ এর পক্ষ থেকে শহরের বিভিন্ন মার্কের্টে এবং নৌপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বেলা ২টা থেকে সুনামগঞ্জ শহরের দোজা মার্কেট, পৌরবিপনী, লন্ডনপ্লাজা ও শহরের পয়েন্টে পয়েন্টে র‍্যাবের দলগুলো যানমালের নিরপত্তার জন্য বিশেষ টহল দিচ্ছেন। র‍্যাব ৯ এর লে. কমান্ডার ফয়সাল আহমদ’র নেতৃত্বে শহরে এই নিরাপত্তা জোরদার করা হয়। এবং ঈদ উপলক্ষে শহরে পকেটমার, ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুঁখে দাড়াতেই র‍্যাবের এই বিশেষ দল নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। পাশাপশি সাদা পোষাকের দলগুলোও নিরপত্তার কাজে নিয়োজিত আছেন বলে জানান র‍্যাব ৯ এর লে. কমান্ডার ফয়সাল আহমদ। এছাড়াও সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজদের বিরুদ্ধে র‍্যাবের আরেকটি বিশেষ দল নৌপথে নিরপত্তার কাজ করছেন। র‍্যাব ৯ এর লে. কমান্ডার ফয়সাল আহমদ, ঈদ ও ঈদ পরবর্তী সময়ে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ফোর্স মোতায়ন থাকবে। এছাড়া বিভিন্ন পর্যটন এলাকা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইভটিজিং রোধে র‍্যাবের বিশেষ নজরদারি থাকবে।
×