ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের আটদিন আগে সংস্কারকাজ শুরু ॥ যাত্রীরা দুর্ভোগে

প্রকাশিত: ০১:২৪, ১ জুন ২০১৯

ঈদের আটদিন আগে সংস্কারকাজ শুরু ॥ যাত্রীরা দুর্ভোগে

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা-পনাশাইল সড়কটি ঈদের আটদিন আগে সংস্কার কাজ শুরু করায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীবাহি বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীরা। জুন ক্লোজিংয়ের কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানের সুবিধার দিকটা আমলে নিয়ে পৌরকর্তৃপক্ষ ঈদের আগে কাজটি শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার জনগুরুত্বপূর্ণ ভালুকা-পনাশাইল সড়কটির ভালুকা থানামোড় থেকে দক্ষিণ ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫৭০ মিটার রাস্তা সংস্কারের লক্ষ্যে দরপত্র আহবান করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভারন্যান্স এ্যান্ড সার্ভিসেস (এমজিএসপি) প্রকল্পের আওতায় ভালুকা পৌরসভা গত বছরের নবেম্বরে চার কোটি ২৫ লাখ ৮২ হাজার ১১০ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এমআরবি-এমএমএইচ-জেবির সাথে সড়কের আরসিসি ঢালায় ও ড্রেনসহ সংস্কার কাজের চুক্তিবদ্ধ হন। কিন্তু একবছর কাজের মেয়াদ থাকার পরও রহস্যজনক কারণে ঈদের এক সপ্তাহ আগেই তরিঘড়ি সংস্কার কাজ শুরু করায় বিপাকে পড়েছেন ওই রাস্তায় চলাচলরত যানবাহনের সাধারণ যাত্রী ও ঈদে ঘরমুখো মানুষ। ওই রাস্তায় চলাচলরত বেশ কয়েকজন জানান, উপজেলার দক্ষিণ-পূর্ব এলাকার রাজৈ, জামিরা পাড়া, পারুলদিয়া, সজনগাঁও, উড়াহাটি, পাইলাব, কুল্লাব, চান্দাব, পনাশাইল, খুর্দ, মহনা, আশকা, খারুয়ালী, মেদিলাসহ পাশের শ্রীপুর ও গফরগাঁও উপজেলার একাংশের জনসাধারণ একটিমাত্র রাস্তা ভালুকা-পনাশাইল সড়ক দিয়ে যানবাহনে চলাচল করে থাকেন। ঈদের আটদিন আগে ভালুকা পৌরসভার থানামোড় থেকে সড়কটির সংস্কার কাজ শুরু করায় ওইসব এলাকার জনসাধারণ চরম দুর্ভেগের শিকার হচ্ছেন। ভালুকা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুন্নু আহমেদ জানান, পৌরকর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। ঈদের এক সপ্তাহ আগে কাজ শুরু করায় অনেক অসুবিধা হয়েছে, এক সপ্তাহ পরে শুরু করলে পাবলিকের কিইবা সুবিধা হতো? ভালুকা পৌরমেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম জানান, ঈদের আগে কাজটি শুরু করায় জনসাধারণের একটু অসুবিধা হবে ঠিক আছে, কিন্তু ক্লোজিং এর কারণে কাজটি শুরু করতে হয়েছে।
×