ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদে সামিনা চৌধুরীর কণ্ঠে ইংরেজি ও হিন্দি গান

প্রকাশিত: ০৫:৩৩, ১ জুন ২০১৯

ঈদে সামিনা চৌধুরীর কণ্ঠে ইংরেজি ও হিন্দি গান

অনলাইনে রিপোর্টার ॥ ঈদ উৎসবে দেশের অন্যতম কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীকে পাওয়া যাবে খানিক ব্যতিক্রমী আয়োজনে। যেখানে তিনি গাইবেন ইংরেজি ও হিন্দি গান। বিটিভির এই বিশেষ অনুষ্ঠানটির নাম ‘যাদুটা যদি সত্যি হয়ে যেত’। মূলত সামিনা চৌধুরী ও তার গান নিয়ে চার তরুণের আড্ডার মধ্য দিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। এতে সামিনার কণ্ঠে হিন্দি ও ইংরেজি গানসহ মোট ৮টি গান থাকছে। গানগুলো হলো- ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘কোনও এক সুন্দরী রাতে’, ‘কাভি কাহা না কিসি সে’, ‘আই ডোন্ট ওয়ানা ফেইক’, ‘আমি জায়গা কিনব কিনব বলে’, ‘যাদুটা যদি সত্যি হয়ে যেত’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ ইত্যাদি। সামিনা চৌধুরী বলেন, ‘ঈদ মানেই তো আনন্দ। এবার ঈদে তাই আমার প্রিয় কিছু গানের মাধ্যমে ঈদের আনন্দটা ভক্ত শ্রোতাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দারুণ এক আড্ডা আর আমার গাওয়া গান- দুইয়ে মিলে দর্শকদের জন্য উপভোগ্য হবে অনুষ্ঠানটি।’ অনুষ্ঠানে সামিনা চৌধুরীর আড্ডায় অংশ নিয়েছেন মনোজ প্রামাণিক, নিকিতা নন্দিনী, স্মরণ ও অধরা জাহান। ‘যাদুটা যদি সত্যি হয়ে যেত’ অনুষ্ঠানটি পরিচালনা ও প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
×